অভিনেত্রী শবনম ফারিয়া তার কাজ এবং ব্যক্তিগত জীবন— দুই কারণেই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করে আবার আলোচনায় এসেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে এক ছিমছাম আয়োজনে মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।
অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, কেন ফারিয়া আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেসব প্রশ্নেরই উত্তর মেলে। ভিডিওটিতে ফারিয়া তার দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে নানা কথা বলেছেন।
ফারিয়া জানান, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তার কথায়, “কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে’—এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’”