এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালের আগে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইনালের আগে অধিনায়কদের ফটোশুটে যাননি তিনি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাও।
এশিয়া কাপে এর আগে ২ বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেই দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতের কেউ। এর আগে ৮ দলের অধিনায়ক নিয়ে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানেও পাক ভারতের দুই অধিনায়ক একে অন্যকে এড়িয়ে গিয়েছিলেন। এবার গেলে সালমানের মুখোমুখি হয়ে যেতে হবে, সে কারণে অনুষ্ঠানেই যাননি সূর্যকুমার।
এই বিষয়ে সালমান অবশ্য কূটনৈতিক উত্তর দিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা যা খুশি করতে পারে। আমরা নিয়ম মেনে চলব। ওরা চাইলে আসবে, না চাইলে আমরা কিছু করতে পারব না।’
আগা জানান, দল বাইরের কথাবার্তা নিয়ে ভাবছে না। তিনি বলেন, ‘আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না, তা নিয়ে চিন্তা করি না। মিডিয়ার কথা বা বাইরের শব্দ আমরা এড়িয়ে চলি। আমাদের লক্ষ্য এশিয়া কাপ। আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে। কাল ফাইনালে জেতাই আমাদের উদ্দেশ্য।’
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপে এটি হবে দুই দলের তৃতীয় মুখোমুখি লড়াই। কৌশল নিয়ে প্রশ্নে আগা বলেন, ‘আমি পরিকল্পনা জানাতে পারব না। সবকিছু নির্ভর করে কন্ডিশনের ওপর। প্রথম ম্যাচে উইকেট টার্ন করছিল, তাই স্পিন দিয়ে শুরু করি। পরে টার্ন না করলে পেস ব্যবহার করি। সবসময় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হয়।’
ভারত-পাকিস্তান ম্যাচে চাপের ব্যাপারে আগা খোলাখুলি স্বীকার করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান-ভারত ম্যাচে সবসময় চাপ থাকে। অন্য কিছু বললে ভুল হবে। সত্যি বলতে আমরা ওদের চেয়ে বেশি ভুল করেছি, তাই হেরেছি। এই ম্যাচগুলোতে যে দল কম ভুল করে, সেই জেতে। কাল আমাদের লক্ষ্য থাকবে ভুল কমানো।’
এই আসরে ভারত এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে দুইবার জিতেছে। গ্রুপ পর্ব ও সুপার ফোর দুই ম্যাচেই জয় পেয়েছে তারা। দুর্দান্ত ফর্মে থাকা ভারত শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। অন্যদিকে পাকিস্তান চাইছে আগের দুই হারের বদলা নিতে এবং তৃতীয়বারের মতো এশিয়া কাপ জিততে।